দেবাশিস পাল, মালদহ : অবশেষে খাদ্যসামগ্রী পেল মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অধীন গড়গড়ি ও বাইসাবাগান সংলগ্ন এলাকার বেদে ও মুসাহার সম্প্রদায়ের প্রায় শ’খানেক পরিবার। পুলিশ ও
স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে হরিশ্চন্দ্রপুর থানা চত্বরে এই পরিবারগুলির হাতে তুলে দেওয়া হল চাল,ডাল,আলু, সাবান সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
লকডাউন শুরুর মুখে সরকারের পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী দেওয়া হলেও, কয়েকদিনের মধ্যে সেগুলি ফুরিয়ে যাওয়ায় চরম সঙ্কটে পড়ে এই পরিবারগুলি। খাবারের অভাবে কচুপাতা সেদ্ধ খেয়েই দিন কাটছিল তাঁদের। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানাজানি হতেই প্রশাসনিক মহলে আলোড়ন ওঠে। এরপর তাঁদের সাহায্যে এগিয়ে আসে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।
প্রধানত হাটে হাটে মাদারি খেলা, মধু সংগ্রহ এবং কবিরাজি ওষুধ বিক্রি করেই এঁদের দিন চলে। কিন্তু লকডাউনের কারণে আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় সঙ্কটে পড়েছেন তাঁরা। প্রশাসনের কাছ থেকে সাহায্য মেলায় আপাতত স্বস্তিতে এই যাযাবররা। আগামী দিনগুলিতেও প্রশাসন এভাবে পাশে থাকবে বলে তাঁদের আশা।