করোনা ভাইরাসের সংক্রমণ ক্রমশই ছড়াচ্ছে এই দেশে। এই সময় দেশে আইপিএলের মতো একটি টুর্নামেন্ট আয়োজন করা অত্যন্ত বিপজ্জনক, তাই আপাতত স্থগিত রাখা হোক সেটি, এই আবেদন করে মাদ্রাজ হাইকোর্টে একটি মামলা দায়ের হল। আগামী ২৯ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআইয়ের পরিচালনায় অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ । কিন্তু দেশ তথা বিশ্বজুড়ে করোনা সংক্রমণের সময় আইপিএলের আয়োজন না করে পিছিয়ে দেওয়া হোক এই প্রতিযোগিতা, আর সেই মর্মেই কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিক মাদ্রাজ হাইকোর্ট, করা হয়েছে ওই আবেদন। বৃহস্পতিবার ওই মামলার শুনানি হবে ।
সরকারি হিসাব অনুসারে, দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫০ ছুঁয়েছে। এর মধ্যে রয়েছেন ৩৪ জন ভারতীয় নাগরিক এবং ১৬ জন ইতালির নাগরিক, মঙ্গলবার জানিয়েছেন বিশেষ স্বাস্থ্য সচিব সঞ্জীব কুমার।
এবছর আইপিএল শুরু হচ্ছে ২৯ মার্চ। মুম্বইয়ে চেন্নাই বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ দিয়ে লিগ শুরু হতে চলেছে। ফাইনাল খেলা হবে ২৪ মে।