নতুন ভোরের অপেক্ষায় …
বিশ্বরূপ মুখোপাধ্যায়
স্তব্ধ মুহূর্তের কি কোন ভাষা আছে?
জানালার এক চিলতে গরাদের মাঝে
নির্বাক নিষ্পাপ দুটি মুখ;
কবে ছন্দে ফিরবে এই শহর, এই দেশ
আতঙ্কের প্রহর গোনা কাটিয়ে,
গির্জার ঘণ্টাধ্বনি, মসজিদে আজান
মন্দিরের কাঁসর ঘন্টা…
এলোমেলো বাতাসে মিলেমিশে একাকার।
সকালের বাজারে মায়ের সঙ্গে বসে থাকা
ফুল বালিকারা নেই,
কে যোগাবে ওদের মুখে অন্ন!
কারিগরি-সভ্যতার প্রযুক্তির শীর্ষে ওঠা আস্ফালন
মুখ থুবড়ে গুমরে মরে ।
না, হেরে যাওয়ার কোনো অবকাশ নেই আজ
ঘুরে দাঁড়াক এই অচেনা পৃথিবী
নতুন মানব জমিন জন্ম নিক বোধিবৃক্ষ তলে।
(ফেসবুক থেকে নেওয়া)