হোমকলকাতাঅভুক্ত, অসহায় সারমেয়কুলের পাশে বারাসত পুলিশ

অভুক্ত, অসহায় সারমেয়কুলের পাশে বারাসত পুলিশ

অভুক্ত, অসহায় সারমেয়কুলের পাশে বারাসত পুলিশ

সুতপা সরকার, বারাসত : করোনা প্রতিরোধে রাজ্যজুড়ে লকডাউন চলছে। মানুষ ঘরবন্দি। দোকানপাটও বন্ধ। কার্যত খাবার জুটছে না রাস্তার কুকুরদের। তাই অসহায় এই সারমেয়দের নিত্যদিনের খাবারের জোগানে এগিয়ে এসেছে জেলা পুলিশ। পশুপতি অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যৌথভাবে তাঁরা এই কাজ করছে। বুধবার জেলা পুলিশ ও সোসাইটির পক্ষ থেকেযৌথভাবে বারাসাতে কোর্ট সংলগ্ন এলাকায় কুকুরদের মুখে খাবার তুলে দেওয়া হয়।

ট্রাফিক ইন্সপেক্টর পিন্টু মুখার্জি জানান, পুলিশের এই উদ্যোগের পিছনে রয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মূলত তাঁর উৎসাহেই পুলিশকর্মীরা এই কাজে সামিল হয়েছেন। পশুপতি অ্যানিমেল ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক প্রসেনজিৎ দত্ত বলেন, পশু-পাখিদের খাওয়ানো মানুষের সামাজিক দায়িত্ব। আগামী দিনে বারাসতের বিভিন্ন অঞ্চলেও পথ-কুকুরদের জন্য এ ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন পশুপতিবাবু।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img