হোমপত্রপত্রিকাএকটি অসাধারণ বই

একটি অসাধারণ বই

একটি অসাধারণ বই

বিশেষ প্রতিনিধি: পেশায় চিকিৎসক।উনি বিখ্যাত চক্ষু চিকিৎসক। কিন্তূ ভালবাসা রবীন্দ্রনাথ। হাজারো ব্যস্ততার ভেতরে চালিয়ে যাচ্ছেন গবেষণার কাজ, রবীন্দ্রনাথকে নিয়ে। তাঁর কাজ ইতিমধ্যেই সারা দেশ ও বিদেশের নজর কেড়েছে। এই ব্যতিক্রমী চিকিৎসক ও তাঁর কাজকে নিয়েই এই প্রতিবেদন।

রবীন্দ্রনাথ ৩৪ বছর বয়সে শিলাইদহে থাকাকালীন লিখেছিলেন প্রেম পর্যায়ের একটি গান। সেটির স্বরলিপি করেন দিনেন্দ্রনাথ ঠাকুর। প্রথম রেকর্ড করেন পূর্ণকুমারী জেনোফোন রেকর্ড থেকে। গানটি রচনার ২৫ বছের পরে নিউ ইয়র্কে হেলেন কেলারের সঙ্গে সাক্ষাতের সময়ে রবীন্দ্রনাথ তাঁকে গানটি গেয়ে শোনানা। আবার সত্যজিৎ রায়ের ‘চারুলতা’ ছায়াছবিতে গানটি ব্যবহৃত হয়েছে। কোন গান? ‘আমি চিনি গো চিনি তোমারে’।

এমনই ভাবে গীতবিতানের সব গানের সমস্ত তথ্য একত্রিত করা হয়েছে পূর্ণেন্দুবিকাশ সংকলিত ও সম্পাদিত ‘গীতবিতান তথ্যভাণ্ডার’ (সিগনেট প্রেস) বইতে। বছর দশেক আগে ‘গীতবিতান আর্কাইভ’ নামে একটি ডিভিডি প্রকাশ করে আমাদের চমৎকৃত করেছিলেন ডাক্তার পূর্ণেন্দুবিকাশ সরকার’। শুভেচ্ছা বার্তায় লিখেছেন শঙ্খ ঘোষ, ‘সেই একই অতন্দ্র নিষ্ঠা আর শ্রমে এবার তিনি মুদ্রিত আকারে আমাদের উপহার দিয়েছেন এই গীতবিতান তথ্যভাণ্ডার, রবীন্দ্রনাথের গানের প্রসঙ্গে জ্ঞাতব্য সমস্ত রকম তথ্য দিয়ে’।

গীতবিতান তথ্যভাণ্ডারের বৈশিষ্ট্য তার বিন্যাসে। একাধিক সারণির মধ্যে তথ্যপঞ্জি সাজিয়ে দেওয়ায় পাঠক এক লহমায় দেখে নিতে পারবেন যে কোনও একটি গানের যাবতীয় তথ্য। জানা যাবে প্রতিটি গানের বিভাগ, উপবিভাগ, উৎসগ্রন্থ, ক্রমিক সংখ্যা, রচনাকাল, রচনাস্থান, কবির বয়স, রাগ ও সুর, স্বরলিপি সংখ্যা, স্বরলিপিকার, পূর্বতন স্বরলিপি নির্দেশ, পাঠান্তরিত গান, পাণ্ডুলিপি সংখ্যা ও নির্দেশ, বিভিন্ন মাঘোৎসব, বর্ষামঙ্গল সহ নানা অনুষ্ঠানে ব্যবহৃত রবীন্দ্রসঙ্গীত। আবার বইটি শুধু তথ্যপঞ্জিতেই সীমাবদ্ধ নেই, এর সঙ্গে যুক্ত হয়েছে সুরারোপিত সংলাপ, কালানুক্রমিক সূচি, ভাঙাগানের তালিকা, পুনরাবৃত্ত গান ও গীতসমৃদ্ধ কাব্যগ্রন্থের বিষয়ও। ফলে সমৃদ্ধ হয়েছে তথ্যভাণ্ডার।


কত বিচিত্র তথ্য এই ভাণ্ডার। রবীন্দ্রনাথের আলোচিত ১২১৯টি গানের মধ্যে ৮৩৩টি গানের রচনাস্থান জানা যায় না। বোলপুর ও সুরুল সহ শান্তিনিকেতনে লেখা হয়েছে প্রায় ৬০০টি গান, শিলাইদহে ১০৬টি, বিদেশের মাটিতে লিখেছেন ৫৪টি গান। মোট ২৪ জন স্বরলিপিকারের মধ্যে সবচেয়ে বেশি স্বরলিপি তৈরি করেছেন দিনেন্দ্রনাথ ঠাকুর। এর পরেই ইন্দিরা দেবী। রবীন্দ্রনাথ-কৃত স্বরলিপি মাত্র ১টি (এ কি সত্য সকলই সত্য)। প্রথম দিকের রেকর্ড লেবেলে গান রচয়িতা হিসাবে রবীন্দ্রনাথের নাম থাকত না। রবীন্দ্রনাথ নানা সময়ে নিজের লেখা অনেক গানকে কবিতায় এবং কবিতাকে গানের রূপ দিয়েছেন। এমনই ৯২টি রূপান্তরিত গান-কবিতার সন্ধান রয়েছে এই গ্রন্থে। ইংরেজি গীতাঞ্জলির পরে রবীন্দ্রনাথ নিজের অনেক রচনা, প্রবন্ধ, কবিতা গান ইত্যাদি ইংরেজিতে অনুবাদ করেছেন। সেগুলি Poems, Crossings, Fruit Gatherings, Lovers gift ইত্যাদিতে সংকলিত। এই তথ্যভাণ্ডারে তাঁর অনুবাদ করা ২৫১ টি রবীন্দ্রসংগীতের ইংরেজিতে প্রথম ছত্র ও গ্রন্থ-নির্দেশের উল্লেখ রয়েছে।

সম্প্রতি রোটারি সদনে কবি শঙ্খ ঘোষ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন। সুদৃশ্য মলাটের ৮৭০ পাতার বইটির দাম ১৫০০ টাকা। সমস্ত পুস্তক বিপণী ছাড়াও পাওয়া যাচ্ছে Amazon.in -এ Link : http://bit.do/Gitabitan-Tathyabhandar

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img