হোমখেলাএবার ব্যাটিংয়ে মনোনিবেশ, টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি

এবার ব্যাটিংয়ে মনোনিবেশ, টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি

এবার ব্যাটিংয়ে মনোনিবেশ, টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি

টি-২০ বিশ্বকাপের পরই ভারতীয় টি-২০ দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন বিরাট কোহলি। এদিন একটি টুইট করে একথা ঘোষণা করলেন কোহলি নিজে।

এদিন একটি খোলা চিঠি লিখে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেন বিরাট কোহলি।চিঠিতে এদিন কোহলি লেখেন, ‘ভারতের হয়ে খেলার পাশাপাশি জাতীয় দলের অধিনায়কত্ব করতে পেরে আমি সৌভাগ্যবান। আমি নিজের দায়িত্ব পালন করতে সর্বোচ্চ স্তরে চেষ্টা চালিয়েছি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে আমার যাত্রা পথে যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি তাঁদের সাহায্য ছাড়া এই কাজ করতে পারতাম না – দলের খেলোয়াড়, স্টাফ, নির্বাচনী কমিটি, আমার কোচ এবং সকল ভারতীয় যাঁরা আমাদের জন্য প্রার্থনা করেছেন।’

তিনি অধিনায়ক্তব ছাড়ার যুক্তি হিসেবে কাজের ভার কমানোর বিষয়ে লিখেছেন। তিনি শুধুমাত্র টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ার কথাই লিখেছেন খোলা চিঠিতে। ওডিআই এবং টেস্টে দলকে আরও ভালো ভাবে নেতৃত্ব দেওয়ার স্বার্থে এবং ব্যাটিংয়ে মনোনিবেশ করার লক্ষ্যেই টি২০ দলের অধিনায়কত্ব ছাড়ছেন বলে জানান কোহলি। তিনি লেখেন, ‘অধিনায়ক হিসেবে সব দিয়েছি দলকে। এবার ব্যাটসম্যান হিসেবে দেওয়ার পালা।’

খুব সম্ভবত, বিরাট সরে দাঁড়ালে ভারতীয় টি২০ দলের অধিনায়ক হতে পারেন রোহিত শর্মা। 

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img