ভারতে করোনাভাইরাসের বিরুদ্ধে এবার লড়াইয়ে যোগ দিলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। বৃহস্পতিবার তেলঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ, দুই রাজ্যেরই মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫ লক্ষ টাকা করে দান করেন হায়দরাবাদের এই অলিম্পিক পদক জয়ী।
এর আগে কুস্তিগির বজরং পুনিয়া এবং প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর COVID-19 মহামারীর মোকাবিলায় বিভিন্ন ত্রাণ তহবিলে অর্থসাহায্য করেছেন। ওদিকে বিসিসিআই প্রেসিডেন্ট তথা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দরিদ্রদের জন্য বিনামূল্যে ৫০ লক্ষ টাকার চাল বিতরণ করছেন বলে জানা গিয়েছে।
মহামারীর প্রকোপে ভারতে ইতিমধ্যে ১৭ জনের মৃত্যু হয়েছে, আক্রান্তের সংখ্যা প্রায় ৭২৪। অতিদ্রুত সংক্রমণ ঠেকাতে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে লকডাউন জারি করেছে সরকার। অর্থাৎ, নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোচ্ছেন না কেউই।