সুদীপ সেন, বাঁকুড়া : করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে লকডাউন চলছে। এর ফলে অত্যন্ত সমস্যায় পড়েছেন গ্রামবাংলার সহায়সম্বলহীন মানুষজন। এই সঙ্কটজনক পরিস্থিতিতে প্রশাসনের পাশাপাশি প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলি। এমনই এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাঁকুড়ার তিলুড়ীর শ্যামল স্মৃতি সংঘ। এলাকার দুঃস্থ মানুষদের খাদ্য সামগ্রী বিলির কর্মসূচি নিয়েছে এই ক্লাব। বাড়ি বাড়ি গিয়ে অসহায় মানুষের হাতে চাল, আলু, সোয়াবিন সহ অন্যান্য খাদ্যদ্রব্য তুলে দিচ্ছেন ক্লাবের সদস্যরা।
এরই পাশাপাশি বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে পৌরসভা এলাকায় চলছে জীবাণুনাশক স্প্রে-র কাজ। বৃহস্পতিবার বাঁকুড়া জেলা প্রশাসনের উদ্যোগে দমকল বাহিনীর সহযোগিতায় কেঁদুয়াডিহি, নতুন চটি, কেশরা, রামপুর,চক বাজার, সতীঘাট ও গোবিন্দনগর বাস স্ট্যান্ড সংলগ্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করা হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।