হোমকলকাতাকরোনা-সঙ্কটে মধ্যমগ্রামের আর্ত মানুষের পাশে MASS

করোনা-সঙ্কটে মধ্যমগ্রামের আর্ত মানুষের পাশে MASS

করোনা-সঙ্কটে মধ্যমগ্রামের আর্ত মানুষের পাশে MASS

নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম : করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্যজুড়ে লকডাউন ঘোষণা করা হয়েছে। আর এর জেরে সবচেয়ে সমস্যায় পড়েছে দুঃস্থ পরিবারগুলি। কাজকর্ম বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের রুজিরুটিতে টান পড়েছে। যদিও এলাকায় এলাকায় তাঁদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করে চলেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার এমনই এক উদ্যোগের সাক্ষী হয়ে রইলেন মধ্যমগ্রামবাসী। স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা Madhyamgram Association of Social Services বা MASS-এর পক্ষ থেকে প্রায় ২০০ জন দুঃস্থ মানুষের হাতে দেওয়া তুলে দেওয়া হল খাদ্যদ্রব্য। এর মধ্যে রয়েছে, মাথাপিছু এক কেজি চাল, এক কেজি আটা, ৫০০ গ্রাম আলু এবং এক প্যাকেট মুড়ি।

মধ্যমগ্রাম সুভাষপল্লীতে মাস-এর কার্যালয়ের সামনে এইসব খাদ্যসামগ্রী বিলি করা হয়। প্রাপকদের মধ্যে মধ্যমগ্রাম স্টেশন সংলগ্ন এলাকার ভ্যান, রিকশা চালকরা যেমন ছিলেন, তেমনই ছিলেন বাড়ির পরিচারিকারাও।

মাস-এর সম্পাদক অনির্বাণ চৌধুরী জানান, এটি তাঁদের প্রথম পর্যায়ের কর্মসূচি। যতদিন পর্যন্ত করোনা-সঙ্কট না মিটছে, ততদিন তাঁরা পর্যায়ক্রমে এ ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img