রবিবার কলকাতায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সভায় যোগ দিতে যাওয়ার সময় ‘‘দেশকে গদ্দারো কো, গোলি মারো…” স্লোগান তোলার জন্য তিন বিজেপি সমর্থককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের এক বর্ষীয়ান পুলিশ আধিকারিক জানান, ‘‘উস্কানিমূলক এই স্লোগান দেওয়ার বেআইনি কাজ করেছেন বিজেপি সমর্থকরা।” রবিবার নিউ মার্কেট থানায় এক ব্যক্তি অভিযোগ দায়ের করার পুর পুলিশ ওই তিনজনকে গ্রেফতার করে। তাঁদের নাম ধ্রুব বসু, পঙ্কজ প্রসাদ ও সুরেন্দ্রকুমার তিওয়ারি। রবিবার রাতে তাঁদের গ্রেফতার করা হয়।
রবিবার অমিত শাহর সভায় যোগ দিতে যাওয়ার সময় রাজ্য বিজেপির একদল সদস্য ‘‘দেশকে গদ্দারো কো, গোলি মারো…” স্লোগান তুলতে থাকেন। এসপ্ল্যানেডের ময়দান মার্কেটের কাছে তাঁদের ওই স্লোগান দিতে শোনা যায়।
রাজ্য বিজেপি অবশ্য এমন স্লোগান দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে। তাদের মতে, এসবই তৃণমূলের কারসাজি, কোনও বিজেপি কর্মী এমন স্লোগান দেননি।