হোমকলকাতাজন্মশতবর্ষেই হেমন্ত মুখার্জির বাড়ি প্রোমোটারের দখলে

জন্মশতবর্ষেই হেমন্ত মুখার্জির বাড়ি প্রোমোটারের দখলে

জন্মশতবর্ষেই হেমন্ত মুখার্জির বাড়ি প্রোমোটারের দখলে

বিশেষ প্রতিনিধি : সঙ্গীত শিল্পী হেমন্ত মুখার্জির ভবানীপুরের আদি বাড়িটির দখল নিল এক প্রোমোটার। পুরনো বাড়ি ভেঙে সেখানে তৈরি হবে বহুতল।

বাড়িটি রূপ নারায়ণ নন্দন লেনে। অতি সুপরিচিত এই বাড়িটি হেমন্তবাবুর বাবা তৈরি করেছিলেন। কিংবদন্তি শিল্পীর শৈশব কেটেছে এই বাড়িতেই।

এই বিখ্যাত শিল্পীর আদি ভিটে এভাবে প্রোমোটারের দখলে চলে যাওয়ায় তাঁর অসংখ্য ভক্ত ক্ষুব্ধ। এঁদের মধ্যে দেশবিদেশের বহু বিশিষ্ট মানুষ রয়েছেন।

এঁরা সবাই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বানার্জির দৃষ্টি আকর্ষণ করতে চান। তাঁদের অনুরোধ , রাজ্য সরকার এই বাড়িটি রক্ষার দায়িত্ব নিক। অবিলম্বে ওই প্রোমোটরের হাত থেকে নিয়ে বহু স্মৃতি বিজড়িত বাড়িটিকে হেরিটেজ ভবন হিসেবে ঘোষণা করুক সরকার।

হেমন্তবাবুর শেষ বাসস্থান ৬ নম্বর শরৎ চ্যাটার্জি অ্যাভিনিউয়ের তিন তলার ঐতিহাসিক বাড়িটি বিক্রি হয়ে গেছে অনেক আগেই। মেনকা সিনেমা হলের উল্টো দিকের এই বাড়িতে শেষ দিন পর্যন্ত ছিলেন হেমন্তবাবু। সেখানে সারা দেশের অজস্র শিল্পী , সাহিত্যিক, নেতা, মন্ত্রীর যাতায়াত ছিল।তাঁর কোনও স্মৃতিও রাখা হয়নি এখানে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img