হোমরাজ্যডাক্তার-স্বাস্থ্যকর্মীদের জন্য বেলুড়ে অতিথিশালা খুলে দিল রামকৃষ্ণ মিশন

ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের জন্য বেলুড়ে অতিথিশালা খুলে দিল রামকৃষ্ণ মিশন

ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের জন্য বেলুড়ে অতিথিশালা খুলে দিল রামকৃষ্ণ মিশন

হীরক কর : করোনা মোকাবিলায় থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য দ্বার খুলে দিল রামকৃষ্ণ মঠ ও মিশন। মিশনের অতিথিশালায় থাকার ব্যবস্থা হয়েছে ২৬ জন স্বাস্থ্যকর্মীর। এঁরা সবাই হাওড়ার টিএল জয়সওয়াল হাসপাতালের সঙ্গে যুক্ত। করোনার চিকিৎসায় যুক্ত থাকায় এঁরা বাড়ি ফিরতে পারছেন না। তাই তাঁদের থাকার ব্যবস্থা করেছে রামকৃষ্ণ মিশন। 

হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস জানিয়েছেন, ‘আমাদের অনুরোধ গ্রহণ করার জন্য বেলুড় মঠকে ধন্যবাদ। এর ফলে চিকিৎসকরা আরও ভাল ভাবে কাজ করতে পারছেন।’

অতিথিশালার দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসী সুব্রতনন্দ বলেন, ‘জয়সওয়াল হাসপাতালের কিছু চিকিৎসক ও নার্সের এই অতিথিশালায় থাকার ব্যবস্থা হয়েছে। মানবতার সেবায় রামকৃষ্ণ মিশন সব সময় এগিয়ে এসেছে। এবারও জেলা প্রশাসনের কর্তাদের অনুরোধে আমরা চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করেছি। কাছাকাছি থাকার ফলে তাঁরা রোগীর চিকিৎসায় বেশি সময় দিতে পারছেন।’

জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, কয়েক সপ্তাহ আগে জয়সওয়াল হাসপাতালের চিকিৎসক ও নার্সদের অতিথিশালায় থাকার বন্দোবস্ত করার জন্য রামকৃষ্ণ মঠ ও মিশনকে অনুরোধ করা হয়েছিল। দ্রুত সেই অনুরোধ গ্রহণ করে থাকার ব্যবস্থা করে মঠ কর্তৃপক্ষ।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img