হোমকলকাতাতোষণ রাজনীতি চলবে না, ২০২১-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি : অমিত

তোষণ রাজনীতি চলবে না, ২০২১-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি : অমিত

তোষণ রাজনীতি চলবে না, ২০২১-এ বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি : অমিত

CAA-NRC নিয়ে হিংসা বিধ্বস্ত দিল্লি। এই পরিস্থিতিতে রবিবার কলকাতায় অমিত শাহ। একুশের বাংলা বিজেপিরই ৷ কলকাতার বুকে শহীদ মিনারের সভা থেকে এমনই বার্তা গেরুয়া শিবিরের মাস্টার মাইন্ড অমিত শাহের ৷

এদিনের সভা থেকে অমিত শাহের হুঙ্কার, ‘তোষণ রাজনীতি চলবে না, একুশের বিধানসভা ভোটে বিজেপিই আসছে ৷ মোদিজির নেতৃত্বে জয় হবেই ৷’ CAA-নিয়ে বিরোধী আক্রমণ ভোঁতা করার চ্যালেঞ্জ অমিত শাহের সামনে। নাগরিকত্ব আইন পাসের পর রাজ্যে প্রথমবার সভা । এই সভা থেকেই ২০২১-এর বার্তাও দিলেন অমিত শাহ ৷ তৃণমূলনেত্রীকে প্রবল আক্রমণ বিজেপির প্রাক্তন অধ্যক্ষের ৷তিনি বলেন,‘লোকসভায় উনি বলেছিলেন রাজ্যে বিজেপির জমানত বাজেয়াপ্ত হবে ৷ আজ সেখান থেকেই ১৮জন সাংসদ সংসদে রয়েছেন ৷ বাংলার আর্শীবাদেই মোদির জয় ৷ আপনাদের আর্শীবাদেই মোদিজির জয় ৷ কিছুদিনের মধ্যেই আকাশছোঁয়া রামমন্দির ৷’ এখানেই শেষ নয় আত্মবিশ্বাসী অমিত বলেন, একুশের বিধানসভা ভোটে বিজেপিই আসছে ৷মোদিজির নেতৃত্বে জয় হবেই ৷ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাবে বিজেপি ৷ এই লড়াই অনুপ্রবেশের বিরুদ্ধে ৷ বারবার বিজেপির সভায় বাধা ৷ আমাদের বহু বিজেপি কর্মী খুন হয়েছেন ৷ এবার তার উত্তর দেবে মানুষ ৷’

রবিবার এই সভা থেকেই পুরভোট এমনকি বিধানসভা ভোটের রণকৌশল নিয়েও বার্তা অমিত শাহের ৷

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img