নব যৌবন দর্শন

নব যৌবন দর্শন

নিউজ ডেস্ক : সমাপ্ত হল প্রভু জগন্নাথ,মা সুভদ্রা ও প্রভু বলভদ্রের “অনবসর কাল”, যা শুরু হয়েছিল স্নান যাত্রার দিন থেকে। ১৪দিন তিনি গর্ভ গৃহে আবদ্ধ ছিলেন।

আজ অমাবস্যা তিথিতে, দারুব্রহ্ম দেবতা জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র দেবের নেত্রোৎসব ও নবযৌবন দর্শন অনুষ্ঠিত হয়। নতুন করে অঙ্কিত হয়ে নতুন যৌবনের রূপ নিয়ে আজ পুরীর মন্দিরে আত্মপ্রকাশ করলেন প্রভু জগন্নাথ, প্রভু বলরাম,মা শুভদ্রা।

আজ থেকে আগামী স্নান যাত্রা পর্যন্ত ৩২ ধরনের বেশে সজ্জিত হবেন প্রভু। আজ মঙ্গল আরতি অনুষ্ঠানের পর জগন্নাথ,বলরাম , শুভদ্রাকে সাজানো হয় অবকাশ বেশে।

এই সময়ে তিন দেব-দেবীকে পরানো হয় সিল্কের পোশাক। এভাবে ভক্তদের নব যৌবন দর্শন দেন প্রভু জগন্নাথ ,প্রভু বলভদ্র ও মা সুভদ্রা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img