হোমকলকাতাবারাসতে মাছের আড়ত চালু, সচেতনতা নিয়ে প্রশ্ন

বারাসতে মাছের আড়ত চালু, সচেতনতা নিয়ে প্রশ্ন

বারাসতে মাছের আড়ত চালু, সচেতনতা নিয়ে প্রশ্ন

সুতপা সরকার, বারাসত : করোনা মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে লকডাউন ঘোষণার পর তিনদিন ধরে বন্ধ রাখা হয়েছিল বারাসাত চাঁপাডালি মোড় সংলগ্ন মাছের আড়ত। রবিবার আবার পুরোদমে চালু হয়ে গেল এই মাছের আড়ত। এদিন সকালে আড়ত খুলতেই ভিড় জমাতে থাকেন মাছ ব্যবসায়ীরা।

মৎস্য আড়তদার সমিতির সম্পাদক সুশান্ত চক্রবর্তী জানান, লকডাউন ঘোষণার পর তাঁরা তিনদিন আড়ত বন্ধ রেখেছিলেন। কিন্তু অন্য ক্ষেত্রে সমস্ত পাইকারি বাজার চালু রয়েছে। তাই তাঁরা আড়ত ফের খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন সুশান্তবাবু।

রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, মাছ সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসকে লকডাউনের আওতার বাইরে রাখা হয়েছে। তাই মাছের আড়ত চালু নিয়ে কোনও আইনি বাধা নেই। কিন্তু প্রশ্ন উঠেছে সতর্কতা বিধি নিয়ে। মুখ্যমন্ত্রী বারবার দূরত্ব বজায় ওপর জোর দিচ্ছেন। এক্ষেত্রে ব্যবসায়ীরা তা মানছেন না বলে অভিযোগ। যেভাবে একে অন্যের কাছাকাছি চলে আসছেন, তাতে সংক্রমণের আশঙ্কা রয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img