হোমকলকাতাবিশিষ্ট চিত্রগ্রাহক নিমাই ঘোষের জীবনাবসান

বিশিষ্ট চিত্রগ্রাহক নিমাই ঘোষের জীবনাবসান

বিশিষ্ট চিত্রগ্রাহক নিমাই ঘোষের জীবনাবসান

প্রখ্যাত চিত্রগ্রাহক নিমাই ঘোষ প্রয়াত। বুধবার সকাল ০৭.১০ নাগাদ নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর ।

বুধবারই ১২.৩০ নাগাদ কেওড়াতলা মহাশ্মশান শেষকৃত্য সম্পন্ন তাঁর।বেশ কিছুদিন ধরেই বার্ধক্য জনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। তবুও ছবি তোলার কাজ চালিয়ে যাচ্ছিলেন। মৃত্যুকালে রেখে গেলেন এক ছেলে ও এক মেয়েকে। ভারতে লকডাউনের কারণে একসঙ্গে শেষকৃত্য করতে ২০ জনের বেশির যাওয়ার নিয়ম নেই। ছেলে বাইরে রয়েছেন, ফিরতে পারবেন না। সেকারণে সমস্ত কাজ সামলাতে হবে পরিবারের মানুষজনকে।

গুপি গায়েন বাঘা বায়েন থেকে আগন্তুক একের পর এক সত্যজিতের ছবিতে তিনি কাজ করেছেন। মৃণাল সেন, ঋত্বিক ঘটক, অপর্ণা সেনের মতো পরিচালকদের সঙ্গে কাজ করেছিলেন নিমাই ঘোষ।

২০১০ সালে ভূষিত হয়েছিলেন পদ্মশ্রী সম্মানে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img