হোমকলকাতারাজ্যে লকডাউন, কলকাতা সহ সব পুরশহরে সোমবার বিকেল থেকে 27 মার্চ পর্যন্ত

রাজ্যে লকডাউন, কলকাতা সহ সব পুরশহরে সোমবার বিকেল থেকে 27 মার্চ পর্যন্ত

রাজ্যে লকডাউন, কলকাতা সহ সব পুরশহরে সোমবার বিকেল থেকে 27 মার্চ পর্যন্ত

করোনা ভাইরাসের দাপট মোকাবিলায় লকডাউন হতে চলেছে কলকাতা ৷ সোমবার বিকেল থেকে 27 মার্চ পর্যন্ত কলকাতায় সমস্ত কিছু বন্ধ রাখার প্রস্তাব দেয় কেন্দ্র ৷ সেই প্রস্তাব মেনেই সোমবার বিকেল চারটে থেকে কলকাতা লকডাউন করার সিদ্ধান্ত রাজ্য সরকারের ৷ আপাতত 27 মার্চ পর্যন্ত চলবে লকডাউন ৷

করোনা সংক্রমণ আরও ভয়ঙ্কর হয়ে ওঠা থেকে ঠেকাতে কলকাতা সহ সমস্ত রাজ্যের ১২৫টি পুরশহরগুলিতেও লকডাউনের সিদ্ধান্ত ৷ ছাড় দেওয়া হবে শুধু জরুরি পরিষেবাকে ৷ মিলবে সমস্ত অত্যাবশকীয় পরিষেবা ৷ খোলা থাকবে হাসপাতাল, ওষুধ দোকান, প্যাথলজি ল্য়াব ৷ চালু থাকবে দুধ ও জল সরবরাহ ৷ লকডাউনের আওতার বাইরে রেশন দোকান ও মুদির দোকান ৷

কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা চার ৷ এরমধ্য়ে তিনজন নাগরিকের বিদেশ থেকে আসলেও চতুর্থ আক্রান্ত ব্য়ক্তি কখনই বিদেশ যাননি ৷ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল 7 ৷ 

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img