হোমরাজ্যরাজ্য যদি সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না করে, তবে কি ৩৫৬?

রাজ্য যদি সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না করে, তবে কি ৩৫৬?

রাজ্য যদি সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর না করে, তবে কি ৩৫৬?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীমমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এ রাজ্যে তিনি সংশোধিত নাগরিকত্ব আইন(সিএএ) কার্যকর হতে দেবেন না। সংবিধান বিশেষজ্ঞরা কিন্তু মনে করছেন, এটা রীতিমতো বেনজির ঘটনা।

রাজ্য যদি আইন না মানার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে কী হবে? সে ক্ষেত্রে কি কেন্দ্র রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে এ রাজ্যে? সিএএ-কে ঘিরে কেন্দ্র-রাজ্য সংঘাতের এ রকম পরিস্থিতিতে কী হতে পারে তা নিয়ে চলছে জল্পনা। আইনজ্ঞ, সংবিধান বিশেষজ্ঞরাও তাঁদের মতামত জানাচ্ছেন।

রাজ্যের প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল, আইনজীবী জয়ন্ত মিত্রকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘‘সংবিধান অনুযায়ী, নাগরিকত্ব কেন্দ্রীয় তালিকাভুক্ত বিষয়। সে বিষয়ে কেন্দ্র যদি কোনও আইন আনে তবে রাজ্যকে তা মানতেই হবে।”

ঠিক একই কথা বলেছেন কলকাতা হাইকোর্টের আইনজীবী দীপন সরকারও। তিনিও বলেন,‘‘সংবিধানের ২৫৬ নম্বর অনুচ্ছেদে স্পষ্ট করে দেওয়া রয়েছে, সংসদে প্রণীত আইন মেনে চলতে হবে রাজ্যকে। এমনকি রাজ্যকে সেই আইন মানার সরাসরি নির্দেশও দিতে পারেকেন্দ্র।”

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img