সুতপা সরকার, সল্টলেক : লকডাউনের মধ্যেই সরকারি নিয়মের তোয়াক্কা না করে বাড়িতে পার্টি দেওয়া সত্ত্বেও সল্টলেকের ব্যবসায়ীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়নি পুলিশ। ক্ষুব্ধ এলাকার মানুষ ওই ব্যবসায়ীকে গ্রেফতারের দাবি তুলেছেন। এই ইস্যুতে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
গত ৩১ মার্চ এই পার্টি হয়েছিল। প্রতিবেশীরা জানাচ্ছেন, প্রায় ৩৫ থেকে ৪০ জনের মত অতিথি পার্টিতে হাজির ছিলেন। গোটা ঘটনাটাই ধামাচাপা দেওয়া হয়েছে। পুলিশের কেউই বিষয়টি নিয়ে মুখ খুলছেন না। কিন্তু কেন, উঠছে সে প্রশ্ন। দমকলের পক্ষ থেকে ইতিমধ্যে ওই ব্যবসায়ীর বাড়ি স্যানিটাইজ করা হয়েছে। বড়বাজারের ভুজিয়া ব্যবসায়ী গোপী আগরওয়াল থাকেন সল্টলেকের AD ব্লকে। বাড়ির নম্বর AD-261। এই বাড়িতেই তিনি পার্টি দিয়েছিলেন।
করোনা সংক্রমণ রুখতে ১৪ এপ্রিল পর্যন্ত দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই সময়কালের যে কোনও ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। তা সত্ত্বেও কীভাবে পার্টিতে এত মানুষ ভিড় করলেন, কীভাবে তা পুলিশের নজর এড়িয়ে গেল, সবকিছু জানার পরেও পুলিশকে কেন সক্রিয় হতে দেখা গেল না, এইসব প্রশ্ন উঠে আসছে।