হোমকলকাতাসোমবারও অশান্ত দমদম সেন্ট্রাল জেল, দফায় দফায় সংঘর্ষ

সোমবারও অশান্ত দমদম সেন্ট্রাল জেল, দফায় দফায় সংঘর্ষ

সোমবারও অশান্ত দমদম সেন্ট্রাল জেল, দফায় দফায় সংঘর্ষ

সুতপা স‍রকার, কলকাতা : টানা ৩ দিন ধরে বন্দি-জেলকর্মী সংঘর্ষে অশান্ত দমদম সেন্ট্রাল জেল। সোমবার সকাল থেকে খাবার নিয়ে জেলের কয়েদিদের সাথে সংঘর্ষ শুরু হয় দমদম সেন্ট্রাল জেলের কর্মীদের। বিচারাধীন ও সাজাপ্রাপ্ত বন্দিদের বাড়ির লোকের অভিযোগ : আসামিরা ঠিকমতো খাবার ও করোনা প্রতিরোধী কোনওরকম সুবিধা পাচ্ছেন না। জেলের ভেতর বাড়ি থেকে যদি করোনা প্রতিরোধের কোনো সরঞ্জাম নিয়ে যাওয়া হয় সেটাও দিতে দেওয়া হচ্ছে না।

এ নিয়ে বিচারাধীন বন্দিদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। শনিবার দমদম কেন্দ্রীয় সংশোধনাগার সংঘর্ষ দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। চলে গুলিও। সরকারিভাবে ২ জনের মৃত্যুর কথা বলা হলেও, বেসরকারি মতে, মৃতের সংখ্যা ৪। রবিবারও মহিলাদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে পুরুষ বন্দিরা। এক মহিলা কারারক্ষী আহত হন। দমদম সেন্ট্রাল জেলে প্রায় সাড়ে চার হাজার বন্দী রয়েছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img