২০১৮-১৯ অর্থবর্ষে কর-দাখিলের সময়সীমা ৩০ জুন পর্যন্ত বাড়ানো হল: করোনাভাইরাস ত্রাণ ব্যবস্থায় নির্মলা সীতারামন ।
করোনা মোকাবিলায় একগুচ্ছ আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। আসুন একনজরে দেখে নিই কেন্দ্রের সিদ্ধান্ত :
১. যে সমস্ত সংস্থার বার্ষিক আয় ৫ কোটির নীচে, তাদের জিএসটি রিটার্ন জমা দিতে দেরি হলে কোনও লেট ফি ধার্য করা হবে না ।
২. ২০১৮-২০১৯ সালের আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা ৩০ জুন পর্যন্ত পিছিয়ে দিল কেন্দ্র। একই সঙ্গে আধার ও প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমাও পিছিয়ে ৩০ জুন করেছেন।
৩. বিলম্বিত টিডিএস জমার ক্ষেত্রে ৩০ জুন পর্যনব্ত মাত্র ৯% কর ধার্য হবে।