নিজস্ব প্রতিনিধি,মধ্যমগ্রাম : করোনা ত্রাসে কাঁপছে গোটা বিশ্ব। ইতিমধ্যে দেশজুড়ে ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করা হয়েছে। এর ফলে একমাত্র জরুরি প্রয়োজন ছাড়া আগামী তিন সপ্তাহ বাড়ির বাইরে বেরোতে পারবেন না মানুষ।
দীর্ঘদিন ধরে ঘরবন্দি অবস্থায় থাকার ফলে কেউ কেউ মানসিক অবসাদের শিকার হতে পারেন। এই পরিস্থিতিতে সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে মানুষকে মানসিক অবসাদ থেকে মুক্ত করার জন্য এগিয়ে এসেছেন বিশিষ্ট চিকিৎসক বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। মানসিক অবসাদগ্রস্তদের শুধু অনলাইনে পরামর্শ নয়, পাশাপাশি তাঁদের নিখরচায় পুরোপুরি চিকিৎসা এবং ওষুধ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। প্রয়োজনে অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থাও রাখা হয়েছে l
একান্ত জরুরি প্রয়োজনে ফোনেও যোগাযোগ করা যেতে পারে। ফোন নম্বর হল 9830177145 । এই নম্বরে হোয়াটস অ্যাপও করা যেতে পারে।