হোমকলকাতাত্রাতার ভূমিকায় পুলিশ, অবশেষে সঙ্কট-মোচন আসামের ১১ ছাত্রীর

ত্রাতার ভূমিকায় পুলিশ, অবশেষে সঙ্কট-মোচন আসামের ১১ ছাত্রীর

ত্রাতার ভূমিকায় পুলিশ, অবশেষে সঙ্কট-মোচন আসামের ১১ ছাত্রীর

সুতপা সরকার, বারাসত : লকডাউনের জেরে হাতে থাকা টাকাপয়সা সবই শেষ। এককথায় একেবারে কপর্দকশূন্য অবস্থা। আসামের বাড়িতে খবর গেলেও, এই মুহূর্তে টাকা পাঠানো যে সম্ভব নয়, তা জানিয়ে দিয়েছিলেন অভিভাবকরা। দুএকদিন চেয়েচিন্তে চালিয়েছেন। একসময় সেই পথও বন্ধ হয়ে যায়। চরমে ওঠে সঙ্কট। অথচ বাড়ি ফেরার পথও বন্ধ। কী করবেন বুঝে উঠতে পারছিলেন না এই পড়ুয়ারা।

বুধবার রাতেই ছাত্রীদের এই অসহায় অবস্থার কথা জানতে পারে বারাসত থানার পুলিশ। খবর পেয়েই ভাড়া বাড়িতে থাকা ওই ছাত্রীদের কাছে হাজির হন বারাসাত থানার আইসি দীপঙ্কর ভট্টাচাৰ্য সহ অন্য পুলিশ কর্মীরা। এরপর ছাত্রীদের হাতে প্রায় কুড়ি দিনের চাল, ডাল সহ নিত্য প্রয়োজনীয় অন্য জিনিসপত্র তুলে দেন তাঁরা।

সফট স্কিল ম্যানেজমেন্ট ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে এই রাজ্যে পড়াশোনা করতে আসা এই ১১ জন ছাত্রীর প্রায় সবাই আসামের নওগাঁ জেলার বাসিন্দা। বারাসাতের নপাড়া এলাকায় একটি ঘর ভাড়া নিয়ে রয়েছেন তাঁরা। পুলিশের এই ভূমিকায় তাঁরা রীতিমত আপ্লুত।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img