নিজস্ব সংবাদদাতা, মধ্যমগ্রাম : লকডাউনের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়াল মধ্যমগ্রাম আব্দালপুরের আজাদ সংঘ। ক্লাবের পক্ষ থেকে এলাকার দুঃস্থ মানুষজনকে নানাভাবে সাহায্য করা হচ্ছে। এ পর্যন্ত ২০০ জন গরিব মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছে আজাদ সংঘ। এইসব সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল, পেঁয়াজ, আলু এবং আরও বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র।
আজাদ ক্লাবের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। ক্লাব সদস্যদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাঁরা। লকডাউনের জেরে রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে সঙ্কটে পড়েছেন মধ্যমগ্রামের বিভিন্ন এলাকার বহু দুঃস্থ পরিবার। তাঁদের ত্রাতা হয়ে দাঁড়িয়েছে পাড়ার ক্লাবগুলি। তবে হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও। আজাদ সংঘের সম্পাদক আব্দুল হালিম জানিয়েছেন, সীমিত সামর্থ্যের মধ্যে তাঁরা যতটা সম্ভব সাহায্যের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁদের এই উদ্যোগ আপাতত বহাল থাকবে বলে জানিয়েছেন ক্লাব সম্পাদক।