নিজস্ব প্রতিনিধি : নারীর ক্ষমতায়নই দেশের অগ্রগতি ও বিকাশ ত্বরান্বিত করতে পারে। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে শুক্রবার এক আলোচনা চক্রে এই বার্তাই দিলেন বিভিন্ন বক্তা। বহুজাতিক সংস্থা অ্যামওয়ে ইন্ডিয়া আয়োজিত এই আলোচনা চক্রে বক্তাদের মধ্যে ছিলেন নিউ টাউন ও বিধাননগর পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার সম্বিতী চক্রবর্তী, অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র সহ অন্যরা। বক্তারা বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ এবং বাধা কাটিয়ে মেয়েদের এগিয়ে চলার কথা তুলে ধরেন। সঠিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের স্বাবলম্বী করার বিশেষ ভূমিকা পালন করে চলেছে অ্যামওয়ে।
অনুষ্ঠানে অ্যামওয়ে ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট(পূর্ব) চন্দ্রভূষণ চক্রবর্তী বলেন, দেশের আর্থ-সামাজিক ভিত্তিকে মজবুত করার ক্ষেত্রে পুরুষের সঙ্গে সমানতালে পা মিলিয়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে মহিলারা। মার্কিন বহুজাতিক সংস্থা অ্যামওয়ের ব্যবসা ছড়িয়ে রয়েছে বিশ্বের ১০০-রও বেশি দেশে। ৬০ বছরের পুরনো এই কোম্পানির ব্যবসার পরিমাণ ৮.৪ বিলিয়ন মার্কিন ডলার।