সুতপা সরকার, বারাসত : নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দিয়ে দুঃস্থ মানুষের পাশে থাকার অঙ্গীকার। রবিবার লকডাউনের জেরে সঙ্কটে পড়া দারিদ্র্য সীমার নীচে থাকা মানুষজনের খাদ্যদ্রব্য তুলে দিল বারাসাতের মধু মুরালি বিধান নগর উন্নয়ন সমিতি এবং মধু মুরালি স্পোর্টিং ক্লাব।
এলাকার প্রায় ৭০০ জন দুঃস্থ অসহায় মানুষের হাতে তুলে দেওয়া হয় চাল,ডাল, তেল, সয়াবিন এবং সাবান। বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন সমিতির সদ্যসরা।
উন্নয়ন সমিতির সম্পাদক সৌমেন আচার্যজানান, লকডাউনের কারণে যতদিন পর্যন্ত এই পরিস্থিতি থাকবে, ততদিন তাঁরা এই ধরনের কর্মসূচি চালিয়ে যাবেন। এর পাশাপাশি উন্নয়ন সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর করোনা ত্রাণ তহবিলে ব্যাঙ্কের মাধ্যমে ২৫ হাজার টাকার চেকও দেওয়া হয়।