নিজস্ব প্রতিনিধি, বারাসত : এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আর এক বিপত্তি। করোনা সংক্রমণ রোধে বুধবার বারাসাত শহরের প্রাণকেন্দ্র কলোনী মোড়ে করোনা মাস্ক বিলি করার সময় রীতিমতো বিশৃঙ্খলার সৃষ্টি হয়। মাস্ক পাওয়ার জন্য সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। একসময় তা এমন পর্যায়ে পৌঁছয় যে, দুর্ঘটনাও ঘটতে পারতো। করোনার জেরে মাস্কের হাহাকার দেখা দিয়েছে। চলছে কালোবাজারিও। স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দামে বিক্রি করছেন মাস্কের কারবারীরা।
এই পরিস্থিতিতে বারাসত শহর আইএনটিটিইউসি-র অধীন ১২ নম্বর রেলগেটের হকার্স ইউনিয়ন বুধবার মাস্ক বিলির কর্মসূচি নিয়েছিল। দেখা যায়, মাস্ক বিলি শুরু হতেই মুহূর্তের মধ্যে প্রচুর মানুষের ভিড় জমে যায়। কিন্তু চাহিদার তুলনায় মাস্ক কম থাকায় একসময় কাড়াকাড়ি শুরু হয়ে যায়। ব্যস্ত জাতীয় সড়কের সংযোগস্থলে যেভাবে মানুষ মাস্কের জন্য ছোটাছুটি করছিলেন, তাতে দুর্ঘটনারও আশঙ্কা ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।