শুক্রবার সকালে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৭২৪। এর মধ্যে ৬৬ জন সুস্থ হয়ে গিয়েছেন। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। কোভিড-১৯ আক্রান্ত হয়ে রাজস্থানে মৃতের সংখ্যা বর্তমানে দুই। স্বাস্থ্যমন্ত্রক বিবৃতি জারি করে এই তথ্য প্রকাশ করেছে।
গোটা বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২৪, ০৫৭ জনের। আক্রান্তের সংখ্য়া পাঁচ লক্ষেরও বেশি। আমেরিকায় করোনা আক্রান্ত ৮৫, ৬৫৩ জন। যা এই মূহুর্তে ইটালি, চিনের থেকেও বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল জানিয়েছেন, দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। তবে, ভারত এখনও সংক্রমণের দ্বিতীয় ধাপেই রয়েছে।