হোমকলকাতালকডাউন সত্ত্বেও বেপরোয়া মানুষ, মধ্যমগ্রামে ১৪৪ ধারা জারি

লকডাউন সত্ত্বেও বেপরোয়া মানুষ, মধ্যমগ্রামে ১৪৪ ধারা জারি

লকডাউন সত্ত্বেও বেপরোয়া মানুষ, মধ্যমগ্রামে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিনিধি, বারাসত : লকডাউন সত্ত্বেও বেপরোয়া নাগরিকদের বাগে আনতে অবশেষে মধ্যমগ্রামে ১৪৪ ধারা জারি করা হল। সোমবার বিকেল ৫টা থেকে রাজ্যজুড়ে লকডাউন কার্যকর হয়েছে। তবুও একশ্রেণির মানুষ প্রশাসনের নিষেধাজ্ঞাকে অগ্রাহ্য করে রাস্তায় বেরিয়ে পড়ছেন। ছুটির মেজাজে রাস্তায় ভিড় করছেন, আড্ডা মারছেন, বাইক ছোটাচ্ছন, যা প্রশাসনকে উদ্বিগ্ন ক‍রে তুলেছে। তাই একরকম বাধ্য হয়েই ১৪৪ ধারা জারির পথে হাঁটতে হল প্রশাসনকে।

প্রশাসনের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মধ্যমগ্রামবাসী। স্থানীয় বিধায়ক ও মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান রথীন ঘোষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক বার্তায় এলাকার বাসিন্দাদের ঘরে থাকার আবেদন জানিয়েছেন।

এদিকে, উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসতে সকাল থেকেই কিছু দোকানপাট খোলা রয়েছে। এগুলি হল লকডাউনের আওতার বাইরে থাকা সবজি এবং মুদির দোকান । এছাড়া বারাসাত শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চলছে নাকা চেকিং। অপ্রয়োজনীয় কারণে যারা রাস্তায় অযথা ঘোরাঘুরি করছেন, তাঁদেরকে সতর্ক করছেন পুলিশকর্মীরা । সমস্ত গাড়ি বিশেষ করে ছোট গাড়িতে বেশি নাকা চেকিং হচ্ছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img