বিশেষ প্রতিনিধি : এখন তিনি বিতর্কের কেন্দ্রবিন্দুতে, রাজনৈতিক কারণে। তিনি জীবিত থাকলে হয়ত তীব্র তিরস্কার করতেন। ৭ পৌষ প্রতি বছর শান্তিনিকেতনে পৌষমেলার আসর বসে। করোনার কারণে এবার মেলার বদলে পৌষ পার্বণ হবে। বাউলগান, কবিগান, কীর্তন-সহ বাংলা লোকসঙ্গীতের অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হবে বাংলার সংস্কৃতিকে।
রাজনীতির যাঁতাকলে স্বামী-স্ত্রীর বিচ্ছেদ পর্যন্ত হতে চলেছে। রবীন্দ্রপ্রেমীরা ক্ষোভে ফুঁসছেন, রাজনৈতিক পর্যবেক্ষকরা হতভম্ব, সাধারণ মানুষের প্রতিক্রিয়া তীব্র।
এই প্রসঙ্গে গুরুতর আলোচনা বাদ দিয়ে আমরা তাঁর বিয়ের আমন্ত্রণপত্রটি তুলে ধরলাম। নিজের বিয়ের আমন্ত্রণ পত্র আপন হাতে লিখেছিলেন বিশ্বকবি। কত আধুনিক মানসিকতা থাকলে সেই সময় এক ব্রাহ্ম পরিবারের সন্তান এই কাজ করতে পারেন এই চিঠি তারই প্রমাণ।
(তথ্য সহায়তা : চিত্ত কর )