প্রকাশনার পাশাপাশি এবার ওয়েব দুনিয়ায় পা রাখল লোকনাথ এডুকেশন অ্যান্ড পাবলিশার্স। এই প্রকাশনা সংস্থাটি নিয়ে নিয়ে এল www.loknatheducation.com নামে নতুন একটি শিক্ষামূলক পোর্টাল।
আগ্রহী শিক্ষার্থীদের সব ধরনের সুলুকসন্ধান দেবে এই পোর্টাল। অনুষ্ঠানে ৩টি বইও প্রকাশ করা হয়। এগুলি হল, Key to Success, Progress এবং সভ্যতার পথে। মূলত স্নাতক স্তরের পড়ুয়াদের কথা ভেবেই বইগুলি লেখা হয়েছে।
অনুষ্ঠানে লোকনাথ এডুকেশন অ্যান্ড পাবলিশার্সের প্রতিষ্ঠাতা গোপীনাথ অধিকারী বলেন, প্রথাগত শিক্ষার পাশাপাশি সাধারণ পড়ুয়াদের বৃত্তিমূলক শিক্ষার দিকে নজর রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এই অনলাইন মাধ্যমের সূচনা এবং বইপ্রকাশ অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় সাংবাদিক হীরক করকে। kolkata news today.com পোর্টালে হীরক করের লেখা ক্রাইম রিপোর্টার সিরিজের লেখাগুলি বেশ জনপ্রিয়তা পেয়েছে।
অনুষ্ঠানে হাজির ছিলেন দুই শিক্ষাবিদ ড. নারায়ণ চক্রবর্তী এবং শচীন্দ্র চন্দ্র কর।