হোমআন্তর্জাতিকবড়দিনের ১০টি ছোটগল্প

বড়দিনের ১০টি ছোটগল্প

বড়দিনের ১০টি ছোটগল্প

দেবস্মিতা নাগ
২৫ ডিসেম্বর বা বড়দিন বললেই প্রথমেই মনে পড়ে একটা রোদে মোড়া শীতের দিন। কেক-চার্চ আর পিকনিকের আমেজ। দূরপাল্লায় না হলেও নিদেনপক্ষে বাড়ির ছাদে লাইট ফিট করে রাত্রিবেলা মাংসভাত আর হুল্লোড় -এইসব। ৩৩৬ খ্রিস্টাব্দে এই বড়দিনে প্রথম পালিত হয় ক্রিস্টমাস। যদিও ভূগোলের হিসেবে দিবাভাগ বড় হতে শুরু করে ২৩শে ডিসেম্বর। কারণ সূর্য তার দিক উত্তরায়ন শুরু করে ঐ দিন। বড় দিনের এই বড় মাপের বিষয়গুলো তো সকলেরই প্রায় জানা। কিন্তু বড় দিনের কিছু ছোটগল্পও আছে,সেগুলোও বেশ আকর্ষণীয়।

১) ৮০০ খ্রিস্টাব্দে সম্রাট শার্লিম্যান রোমান সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন এই দিনেই।

২) ক্রিস্টোফার কলম্বাসের দিগ্বিজয়ী জাহাজ শান্তা মারিয়ার এই দিনটিতেই সলিল সমাধি হয়।

৩) মার্কিন জ্যোতির্বিদ আন্ডার্স সেলসিয়াস এই দিনেই সেন্টিগ্রেড স্কেল প্রণয়ন করেন।

৪) জার্মান কৃষক তথা অ্যামেচার জ্যোতির্বিজ্ঞানী জোহান জর্জ পালিটজ এই দিনটিতেই হ্যালির ধুমকেতুকে চিহ্নিত করেন এবং ঘোষণা করেন যে, ধুমকেতুটি আবার ৭৬ বছর পর দেখা যাবে।

৫) চিকিৎসক এফরাইম ম্যাকডোয়েল এই দিনেই প্রথম পেটের শল্য চিকিৎসা করেন আমেরিকাতে।

৬) নিউ ইয়র্ক শহরে এই দিনটিতেই প্রথম থিয়েটার ম্যাটিনি অনুষ্ঠিত হয় ১৮৪৩ সালে।

৭) ১৯৭৭-এ এই দিনটিতেই চার্লি চ্যাপলিন অগণিত ভক্তকে কাঁদিয়ে ইহলোক ত্যাগ করেছিলেন।

৮) ১৯৬৮তে অ্যাপোলো-৮ চন্দ্রের চারদিকে সফল ভাবে পরিক্রমা সম্পূর্ণ করে।

৯) ১৯৮৯ জাপানে এই দিনেই সর্বনিম্ন তাপমাত্রা-২৭১.৮ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়।

১০) ১৯৯১এ মিখাইল গর্বাচেভ এই দিনেই USSR-এর প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেন।

এ ছাড়াও এই দিনটিতে জন্মগ্রহণ করেছেন উপমহাদেশের বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্ব। তাঁদের মধ্যে রয়েছেন,নৌশাদ, মহম্মদ আলি জিন্নাহ, অটল বিহারী বাজপেয়ী, নওয়াজ শরিফ, বাবা রামদেব প্রমুখ। এ ছাড়াও টলি ও বলিউডের চেনা মুখদের মধ্যে রয়েছেন দেব ও নাগমা।
সব মিলিয়ে প্রবল শীতেও কিন্তু বেশ সরগরম একটি দিন এই ডিসেম্বরের ২৫।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img