হোমPlot1চিনির গুঁড়ো আর ধানের তৈরি ১৮টি প্রতিমা, নজরকাড়া অনন্য এক শিল্পকর্ম

চিনির গুঁড়ো আর ধানের তৈরি ১৮টি প্রতিমা, নজরকাড়া অনন্য এক শিল্পকর্ম

চিনির গুঁড়ো আর ধানের তৈরি ১৮টি প্রতিমা, নজরকাড়া অনন্য এক শিল্পকর্ম

সংগ্রাম দত্ত
বাংলাদেশের সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মুরারিকাটি উত্তর পালপালা মন্দিরে ১০০ কেজি চিনিগুঁড়ো আর ধান দিয়ে তৈরি ১৮টি প্রতিমা নজর কাড়ছে। প্রতিমা দেখতে প্রতিদিন  ভিড় করছেন কাতারে কাতারে মানুষ।

দূর থেকে দেখে মনে হচ্ছে, যেন সোনায়  মোড়ানো প্রতিমা। পুঁথির মত একটা একটা করে ধান দিয়ে গেঁথে তৈরি করা হয়েছে এই প্রতিমা।

১৮টি প্রতিমা তৈরির কাজ শেষ করতে সময় লেগেছে একমাস। প্রতিবছর এই মন্দিরে  ভিন্ন আঙ্গিকে প্রতিমা তৈরি করা হয়। এবার এই  প্রতিমাগুলো তৈরি করতে প্রায় ১০০ কেজি চিনির গুঁড়ো  ও ধান ব্যবহার করা হয়েছে।

স্থানীয় যুব কমিটির উদ্যোগে আয়োজিত এই পুজোয় এক লাখ টাকার মতো খরচ করে ধানের প্রতিমা তৈরি করা হয়েছে।

মুরারিকাটি পালপাড়ায় চল্লিশটি সনাতন ধর্মাবলম্বী পরিবার বসবাস করেন। গোটা মন্দির চত্বর এখন উৎসবমুখর।  এবার কলারোয়া উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪৮টি পুজো হচ্ছে।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, পুজোর দিনগুলিতে যাতে সবাই শান্তি-শৃঙ্খলা বজায় থাকে, সেজন্য প্রতিটি মন্ডপে বাড়তি নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে।  মন্ডপে আনসার, গ্রাম পুলিশ, থানা পুলিশের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এই টিমের সদস্যরাই পুজো মন্ডপে শৃঙ্খলা রক্ষার কাজ করবেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img