হোমঅন্যান্যজেলায় জেলায়Madhyamgram : এক ঝাঁক দুঃস্থ শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার, পথ চলা শুরু...

Madhyamgram : এক ঝাঁক দুঃস্থ শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার, পথ চলা শুরু ‘প্রয়াসে’র

Madhyamgram : এক ঝাঁক দুঃস্থ শিশুর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার, পথ চলা শুরু ‘প্রয়াসে’র

তমোঘ্ন চন্দ, শৌভিক লস্কর, দেবাঙ্গন মজুমদার, নীলাদ্রি পাল, শপথ ঘোষ, এঁরা প্রত্যেকেই রহড়া রামকৃষ্ণ মিশনের সদ্য প্রাক্তনী। কৈশোর পেরিয়ে সবে যৌবনের আঙিনায় পা রাখা মধ্যমগ্রামের বাসিন্দা এই তরুণদের কেউ ইঞ্জিনিয়ারিং, আবার কেউ বা অন্য কোনও বিষয় নিয়ে উচ্চ শিক্ষার পাঠ নিচ্ছেন।

শুধুমাত্র কেরিয়ার সর্বস্ব জীবন নয়, তাঁরা এগিয়ে এসেছেন সমাজসেবার কাজে। ব্যতিক্রমী পথে হেঁটে গড়ে তুলেছেন নিজেদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রয়াস’।

করোনা মহামারী আর লকডাউনের এই কঠিন সময়ে দরিদ্র, অসহায় বিভিন্ন পরিবারের শিশুসন্তানদের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন।

শিক্ষা এবং স্বাস্থ্যের প্রসারের লক্ষ্যে নিজেদের উদ্যোগে গড়ে তুলেছে “প্রয়াস” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

রবিবার মধ্যমগ্রাম সুভাষপল্লীর বস্তিবাসী ৫০ জন শিশু পড়ুয়ার হাতে খাতা, পেন, পেনসিল, ব্যাগ সহ পড়াশোনার সামগ্রী এবং খাদ্যদ্রব্য তুলে দিয়ে পথ চলা শুরু করল “প্রয়াস”।

“প্রয়াস”-এর সদস্যরা জানালেন, আগামী দিনগুলিতেও তাঁরা এভাবেই ওই শিশুদের পাশে থাকবেন। এই শিশুদের নিয়মিত পঠনপাঠনের দায়িত্বও তুলে নিয়েছেন তাঁরা।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img