হোমরাজ্যWeather: আবারও আসছে বৃষ্টি, তবে কি পণ্ড হবে সরস্বতী পুজো?

Weather: আবারও আসছে বৃষ্টি, তবে কি পণ্ড হবে সরস্বতী পুজো?

Weather: আবারও আসছে বৃষ্টি, তবে কি পণ্ড হবে সরস্বতী পুজো?

এবারের সরস্বতী পুজো কি বৃষ্টিতে পণ্ড হতে চলেছে? আবহাওয়া দফতরের পূর্বাভাস ঘিরে তেমনই শঙ্কার মেঘ তৈরি হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পর ফের জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বর্ষণ বলে জানাচ্ছে হাওয়া অফিস। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওইদিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বর্ষণ হতে পারে।

উত্তরবঙ্গের ৮ জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতেও।

শনিবারের পর বৃষ্টি কমলেও, তীব্র শীতের সম্ভাবনা নেই। তবে ফেব্রুয়ারির মাঝামাঝি তাপমাত্রার পারদ কিছুটা নামতে পারে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img