মঙ্গলবার সংসদে পেশ হল কেন্দ্রীয় বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের বাজেট প্রস্তাব অনুযায়ী, কিছু কিছু জিনিসের দাম যেমন কমতে চলেছে, তেমনি বাড়ছে বেশ কিছু জিনিসের দাম।
যে সব জিনিসের দাম কমছে:
১) কমতে চলেছে পোশাকের দাম।
২) পালিশ করা হিরের উপর শুল্ক কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। তাই হিরে এবং হিরের গয়নার দাম কমবে।
৩) দাম কমেছে গ্রহরত্নের।
৪) মোবাইল সস্তা হচ্ছে। কমছে ক্যামেরার লেন্স, চার্জারের দাম।
৫) কমছে চর্মজাত দ্রব্যের দাম। চামড়ার জুতো, চামড়ার ব্যাগ, বেল্ট ইত্যাদির দাম কমবে।
৬) পেট্রোপণ্য যেমন কেরোসিন, গ্যাসোলিন, জ্বালানি তেল, ডিজেল, তরল প্রাকৃতিক গ্যাস, তরল পেট্রোলিয়াম গ্যাসের দাম কমছে।
৭) কৃষি যন্ত্রপাতি।
৮) ইমিটেশনের গয়না।
৯) বিদেশ থেকে আনা যন্ত্রপাতি।
১০) কোকোয়া বিনস
যে সব দ্রব্যের দাম বাড়ছে:
১) ইস্পাতজাত দ্রব্যের দাম বাড়ছে। ফলে স্টিলের বাসনের দামও বাড়তে চলেছে।
২) বিদেশ থেকে আনা ছাতা।
৩) মদ।
৪) ভোজ্য তেল।
৫) LED লাইট।
৬) সোলার মডিউলস।
৭) এক্স-রে মেশিন।
৮) হেডফোন।