ইন্ডিয়াফার্স্ট লাইফ ফরচুন প্লাস প্ল্যান নিয়ে এল ব্যাঙ্ক অফ বরোদা ও ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রোমোটেড এবং ইন্ডিয়াফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড (ইন্ডিয়াফার্স্ট লাইফ)।নন-লিঙ্কড এই জীবন বিমা প্রকল্পে বেশ কিছু সুবিধা রয়েছে।
যেমন, ৬ থেকে ১০ বছর জন্য প্রিমিয়াম দিয়ে ১৫ বা ২০ বছরের বিমা কভারেজ মিলবে। পলিসির মেয়াদকালে যে কোনও সময়ে সুদ সহ সারভাইভাল বেনিফিটকে নগদে পরিণত করা যাবে।
এই বিমার উদ্দেশ্য হল, নিয়মিত আয়ের মাধ্যমে জীবনের আকস্মিকতা পূরণ। এক মাস থেকে ৬০ বছর বয়সী যে কেউ এই বিমা করতে পারেন এবং ম্যাচিওরিটির সর্বোচ্চ বয়স ৮০ বছর। গ্রাহকরা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম প্রদান করতে পারেন। সারভাইভাল বেনিফিট, প্রিমিয়াম প্রদানের মেয়াদ শেষ হওয়ার সাথে সাথেই শুরু হয়।
ইন্ডিয়াফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডেপুটি সিইও রুশভ গান্ধী বলেন, “এই ফরচুন প্লাস হল আমাদের প্রথম ‘ক্যাশ বোনাস’ প্ল্যান। আমাদের #CustomerFirstphilosophy -র সঙ্গে সামঞ্জস্য রেখে, এই প্ল্যানটি আমাদের গ্রাহকদের ক্যাশ বোনাস এনক্যাশ করা বা নগদে পরিণত করার নমনীয়তা দেয়। গ্রাহক এই বোনাসগুলি জমা করে এর উপর অতিরিক্ত সুদ উপার্জন করতে পারেন।”
ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ ডিরেক্টর মানস রঞ্জন বিসওয়াল বলেন, “ইন্ডিয়াফার্স্ট লাইফ আমাদের গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের সামগ্রিক জীবন বিমার সুবিধা দেয়। গ্রাহকরা পলিসির মেয়াদ জুড়ে লাইফ কভারের সুবিধার সঙ্গে সঙ্গে, গ্যারান্টিযুক্ত সারভাইভাল বেনিফিট এবং ক্যাশ বোনাস পাবেন।”