হোমঅন্যান্যহাঁটু প্রতিস্থাপনে রোবোটিক সার্জারি, বাংলার রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা চেন্নাই অ্যাপোলোর

হাঁটু প্রতিস্থাপনে রোবোটিক সার্জারি, বাংলার রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা চেন্নাই অ্যাপোলোর

হাঁটু প্রতিস্থাপনে রোবোটিক সার্জারি, বাংলার রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা চেন্নাই অ্যাপোলোর

হাঁটু প্রতিস্থাপনে রোবোটিক প্রযুক্তি নিয়ে এল দেশের অন্যতম প্রথম সারির বেসরকারি হাসপাতাল চেন্নাইয়ের অ্যাপোলো। এতে সাফল্যের হার ১০০ শতাংশ। এমনই দাবি করেছেন ওই হাসপাতালের অর্থোপেডিক বিভাগের প্রধান বিশিষ্ট সার্জেন মদন মোহন রেড্ডি (Madan Modan Reddy)।

শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, বর্তমানে যে হাঁটু প্রতিস্থাপন করা হয়, তাতে সাফল্যের হার ৯০ থেকে ৯৫ শতাংশ। কিন্তু রোবোটিক সার্জারিতে রোগীরা সবাই পুরোপুরি সুস্থ হয়ে উঠছেন।

ডাঃ রেড্ডি বলেন, “রোবোটিক প্রক্রিয়ায় রক্তপাতের ঝুঁকি প্রায় নেই বললেই চলে। অপারেশনের ১০ দিনের মধ্যে রোগী স্বাভাবিক চলাফেরা করতে পারেন। তাছাড়া অপারেশনের পর
ফিজিওথেরাপিরও প্রয়োজন হয় না।”

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোবোটিক সার্জারির ক্ষেত্রে সবকিছু মিলিয়ে সাড়ে ৩ লাখ টাকার মতো খরচ পড়ে।

অ্যাপোলো হেলথ কেয়ার সার্ভিসের সিনিয়র ম্যানেজার ডাঃ নারায়ণ মিত্র জানান, এই রাজ্যের রোগীরা যাতে চেন্নাইয়ে গিয়ে সহজেই চিকিৎসা করাতে পারেন, সেজন্য তাঁরা বেশ কিছু ব্যবস্থা নিয়েছেন। রোগীর যাতায়াত থেকে শুরু করে আনুষঙ্গিক অন্যান্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই তাঁরা করে দেন বলে জানিয়েছেন নারায়ণবাবু।

তিনি জানান, বাংলার রোগীরা ই-মেল, ওয়েবসাইট বা ফোনে সরাসরি যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর: +91-44-28296684, +91-9163048748, ইমেল: narayan_m@apollohospitals.com, ওয়েবসাইট: www.apollohospitals.com.

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img