হোমকলকাতাচেনা অচেনায় রোমাঞ্চকর লাদাখ

চেনা অচেনায় রোমাঞ্চকর লাদাখ

চেনা অচেনায় রোমাঞ্চকর লাদাখ

সন্দীপন মজুমদারের লেখা “চেনা অচেনায় রোমাঞ্চকর লাদাখ” বইটি এবারের কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে। বাংলার পর্যটনমহলে সন্দীপন সুপরিচিত একটি নাম। দীর্ঘদিন ধরে বারে বারে গিয়ে লাদাখকে দেখেছেন কাছ থেকে। চেনা জায়গার পাশাপাশি বেশ কিছু অচেনা জায়গা ও পথের কথা লিখেছেন এখানে, যেগুলি লাদাখ যাত্রীদের বিশেষভাবে উপকৃত করবে। লাদাখের আনাচে কানাচে ছড়িয়ে থাকা নানান মনিমুক্তকে সংগ্রহ করে যত্নে সাজিয়েছেন দু মলাটের মধ্যে। বইটি প্রকাশনা করেছে “এশিয়া পাবলিশিং কোম্পানি”।

ভ্রমণপিপাসু বাঙালির কাছে সন্দীপন মজুমদার একটি পরিচিত নাম।তাঁর ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন প্রবন্ধ বহু পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে।বহু অচেনা-অজানা পর্যটন কেন্দ্র তাঁর লেখনীর মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিচিতি পেয়েছে।২০১৫ সালে সিকিম সরকার সন্দীপনকে “সিকিম স্টেট অ্যাওয়ার্ড” দিয়ে সম্মানিত করেন।

পেশায় ভারতীয় জীবনবিমা নিগমের কর্মী হলেও, ভ্রমণের নেশায় বারবার ছুটে গেছেন দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তে।ভ্রমণ নিয়ে লেখালেখির পাশাপাশি নিয়মিত নাটক, টিভি সিরিয়াল, টেলি-ফিল্মে গত তিন দশক ধরে অভিনয় করে আসছেন সন্দীপন।
বইমেলার স্টল নম্বর 318 তে পাওয়া যাচ্ছে বইটি।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img