হোমকলকাতানজর কাড়ছে দেবব্রত বিশ্বাসের বই

নজর কাড়ছে দেবব্রত বিশ্বাসের বই

নজর কাড়ছে দেবব্রত বিশ্বাসের বই

জমে উঠেছে ৪৪তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিদিনই মেলা প্রাঙ্গনে ভিড় করছেন বইপ্রেমী অসংখ্য মানুষ। নতুন নতুন বইয়ের ডালি নিয়ে হাজির পুস্তক বিক্রেতারা।এইবারের বইমেলায় বিশেষভাবে নজর কেড়েছে কিংবদন্তি রবীন্দ্রসংগীত শিল্পী দেবব্রত বিশ্বাসের উপর লেখা একগুছ বই।সেই সঙ্গে রয়েছে এই শিল্পীর গানের বেশ কয়েকটি দুস্পাপ্য সিডি।

এবারের বই মেলায় প্রকাশিত হয়েছে বিশিষ্ট জনসংযোগ বিশেষজ্ঞ বিশ্বরূপ মুখোপাধ্যায়ের কবিতার বই “আপাতত একটু রোদ্দুর“।

রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগমে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও, পেশাগত ব্যস্ততার মাঝে লেখালেখির জন্য সময় বার করে নেন বিশ্বরূপ। বিভিন্ন পত্রপত্রিকায় তিনি নিয়মিত লেখালেখিও করেন।

বইমেলায় ভবিষ্যৎ প্রকাশনীর স্টলে (৪২৮ নং) এই বইগুলি পাওয়া যাচ্ছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img