হোমঅন্যান্যমানুষের পাশে থাকার অঙ্গীকার 'আনন্দধ্বনি'র

মানুষের পাশে থাকার অঙ্গীকার ‘আনন্দধ্বনি’র

মানুষের পাশে থাকার অঙ্গীকার ‘আনন্দধ্বনি’র

ওদের কেউ অফিসে চা দেন, কেউ রিকশাচালক, কেউ বাড়িতে বাড়িতে পরিচারিকার কাজ করেন। এভাবে জীবনযুদ্ধ চালিয়ে পরিবারের জন্য অন্নের সংস্থান করেন যাঁরা, তাঁদের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী তথা সাংস্কৃতিক সংস্থা ‘আনন্দধ্বনি’। বছরের শেষ লগ্নে ৩১ ডিসেম্বর উত্তর ২৪ পরগনার ভিআইপি রোড সংলগ্ন কৈখালির বস্তিতে হাজির হয়েছিলেন আনন্দধ্বনির সদস্যারা। বস্তির ছোট ছোট শিশুদের হাতে তাঁরা তুলে দেন বড়দিনের নানা খাবার এবং গরম জামাকাপড়।

২৫ ডিসেম্বর এই গ্রুপের পক্ষ থেকে বিভিন্ন স্টেশনে থাকা দুঃস্থ মানুষের তুলে দেওয়া গরম জামাকাপড়।

আসলে ২৫ ডিসেম্বর বা ৩১ ডিসেম্বর নয়, সারা বছর ধরেই এভাবে মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে এই সংস্থা। পাশাপাশি সঙ্গীতচর্চা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও চালিয়ে যাচ্ছেন মহিলাদের নিয়ে তৈরি এই সংস্থার সদস্যারা।

আনন্দধ্বনির এই কর্মকাণ্ডের মূল উদ্যোক্তা হলেন জয়তী চক্রবর্তী।  “মানুষের ভালোবাসাই আমাদের এগিয়ে চলার প্রেরণা। সেইসঙ্গে সুস্থ সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে চাই। সেই লক্ষ্যেই আমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকি”, বললেন জয়তীদেবী।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img