রেমালের তাণ্ডবের মধ্যেই বর্ষার আগমন নিয়ে সুখবর দিল ভারতীয় আবহাওয়া দফতর। দিল্লির মৌসম ভবন জানিয়েছে, আগামী ৫ দিনের মধ্যে কেরলে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি হতে চলেছে। অর্থাৎ মে মাসের শেষদিকে বা জুনের প্রথমেই কেরলে বর্ষা প্রবেশ করবে বলে আবহাওয়া দফতরের অনুমান।
মৌসম ভবন আগেই জানিয়েছিল, ২৭ মে থেকে ৪ জুনের মধ্যে ভারতের মূল ভূখণ্ডে বর্ষার আগমন ঘটবে। সাধারণত প্রতি বছর ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে থাকে। আবহাওয়াবিদদের মতে, ভারতে স্বাভাবিক সময়েই বর্ষা ঢুকছে। ৮ জুনের মধ্যে যদি কেরলে বর্ষা প্রবেশ করলে, তাকে স্বাভাবিক সময়ে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রবেশ বলা যেতে পারে।
তবে বাংলায় কবে বর্ষা আসবে, সে সম্পর্কে কিছু জানায়নি মৌসম ভবন। এই রাজ্যে সাধারণত ১১ জুনের মধ্যে পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশ ঘটে। তবে কেরলে স্বাভাবিক সময়েই বর্ষা ঢুকলেও, পশ্চিমবঙ্গে নির্দিষ্ট সময়ের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, সেরকম কোনও নিশ্চয়তা নেই। কেরলে প্রবেশের পরে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কতটা সক্রিয় থাকবে, সেটার ওপরই নির্ভর করবে, বাংলায় কখন বর্ষার প্রবেশ ঘটবে।
গত বছর কেরলে বর্ষা প্রবেশ করেছিল ৮ জুন।