কলকাতার অন্যতম নামী ও ঐতিহ্যবাহী পুজো বালিগঞ্জ ২১ পল্লি সর্বজনীন দুর্গোৎসব সমিতির খুঁটি পুজো হয়ে গেল রবিবার (৪ অগাস্ট)।
খুঁটি পুজো হল, একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শরতের আচার-অনুষ্ঠান, যা দুর্গাৎসবের আগমনের সূচনা করে। এই পুজোর মাধ্যমে একটি “কাঠামো” বা কাঠের ফ্রেম পুজো মণ্ডপে স্থাপন করা হয়।
অনুষ্ঠানে মিরান্ডা হাউসের ছোট ছাত্রছাত্রীদের “আম্বানি পরিবার” সদস্য হিসেবে সাজানো হয়েছিল, যা বিশেষভাবে সকলের নজর কাড়ে।
মিরান্ডা হাউসের কোঅর্ডিনেটর শুব্বি ট্যান্ডন বলেন, “দুর্গা পুজো হল, কলকাতার প্রতিটি মানুষের হৃদয়ের উৎসব। মায়ের আগমনের জন্য খুঁটি পুজোর চেয়ে ভালো কিছু হতে পারে না। শিশুরা এমন একটি সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পেয়ে আমাদের শিশুরা আনন্দিত।”
ডাক্তারবাবু (অনলাইন ডক্টর বুকিং অ্যাপ ডাক্তারবাবু-র কুন্তল চ্যাটার্জি সকলকে সুন্দর ও স্বাস্থ্যকর ভবিষ্যৎ কামনা করেন।