ইডেন ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে ইডেন সিটি আবাসনে প্রথমবারের মতো গণেশ পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুজো সহ অন্যান্য উদ্যোগের পাশাপাশি ইডেন সিটির মুকুটে এবার নতুন পালক যুক্ত হল।
উদ্যোক্তাদের মতে, “এই পুজো শুধু গণেশ চতুর্থী পালনের ঐকান্তিক নিদর্শন নয়, সেইসঙ্গে তেমনি সম্প্রীতির মিলনক্ষেত্র। সব সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ব-সৌহার্দ্য-বন্ধুত্বের নিগূঢ় সম্পর্ককে অনন্য উচ্চতায় এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এক অনবদ্য প্রচেষ্টা। আবাসনে হিন্দু-মুসলমান-বৌদ্ধ-জৈন-খ্রিষ্টানসহ সব মানুষের শান্তিপূর্ণ ও সাবলীল সহাবস্থানের আবহমান সংস্কৃতির উৎকৃষ্ট পরিচায়ক এই পুজো।”
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’ – এই অমোঘ বাণী অনুসরণ করেই পরবর্তী প্রজন্ম তথা বিশ্বের চৌকাঠে বাংলার কৃষ্টি-সংস্কৃতির পরিচায়ক হিসাবে পৌঁছে যেতে চায় এই গণেশ পুজো।