হোমকলকাতাবাসন্তী পুজোর ভোজ বাতিল, খাদ্যদ্রব্যের সঙ্গে আস্ত মুরগি বিলি বারাসতের দাস পরিবারের

বাসন্তী পুজোর ভোজ বাতিল, খাদ্যদ্রব্যের সঙ্গে আস্ত মুরগি বিলি বারাসতের দাস পরিবারের

বাসন্তী পুজোর ভোজ বাতিল, খাদ্যদ্রব্যের সঙ্গে আস্ত মুরগি বিলি বারাসতের দাস পরিবারের

সুতপা সরকার, বারাসত : করোনো প্রতিরোধে প্রোটিন যুক্ত খাবারের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই লকডাউনের জেরে ঘরে আটকে পড়া দুঃস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হল গোটা মুরগি। সেইসঙ্গে দেওয়া হল নিত্যপ্রয়োজনীয় অন্যান্য খাদ্যসামগ্রীও। বারাসতের ন’পাড়ার দাস পরিবারের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।

স্বাস্থ্য নির্দেশিকা মেনে শুক্রবার বারাসতের ৩৩ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে দাস পরিবারের পক্ষ থেকে দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় আস্ত মুরগি। শতাধিক মুরগি বিলি করেন পরিবারের সদস্যরা। এছাড়া চাল, আলু, ভোজ্য তেল, লবণ সহ অন্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যও বিতরণ করা হয়‌।

দাস পরিবারের অন্যতম সদস্য তুহিন দাস জানিয়েছেন, এসময় প্রতিবছর তাঁদের বাড়িতে বাসন্তী পুজো উপলক্ষে লোকজনকে খাওয়ানো হয়। এবার তাঁরা বাসন্তী পুজোর ভোজ বাতিল করে সেই অর্থে লকডাউনে সঙ্কটে পড়া দুঃস্থ পরিবারের কাছে প্রোটিনযুক্ত খাদ্য পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img