ভারতে করোনা আক্রান্ত হয়ে এথনও পর্যন্ত ৭৭ জনের মৃত্যু হয়েছে বলে রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা বেড়েছে ৪৭২টি। সব মিলিয়ে দেশে করোনা আক্রান্ত ৩,৩৭৪ জন। দেশে করোনায় আক্রান্ত হওয়া (৬০১) ও মৃত্যুর (১২) হিসেবে শুক্রবার নতুন রেকর্ড তৈরি হয়েছে।
এক ধর্মীয় অনুষ্ঠানের বিতর্কিত জমায়েতকে কেন্দ্র করে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যায় বিপুল পরিবর্তন হয়েছে। গত মাসে দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সমাবেশে যোগ দেন বহু মানুষ। তার মধ্যে ১,০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন করোনায়।
এদিকে রবিবার রাত ন’টায় ন’মিনিটের জন্য আলো জ্বালিয়ে জাতীয় একতা প্রদর্শনের আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আর্জি জানান, ‘‘করোনা মহামারীর অন্ধকার’’ দূর করতে সকলে যেন আলো জ্বালান।