ব্যতিক্রমী পথে হেঁটে এবারও ২৫শে বৈশাখ উদযাপন করল সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন “আনন্দধ্বনি”। রবিঠাকুর আম বাঙালির প্রাণের ঠাকুর। তাই বাঙালিয়ানা বজায় রেখে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন আনন্দধ্বনির সদস্যবৃন্দ। পঞ্চব্যঞ্জনের পাশাপাশি ছিল কেক কেটে জন্মদিন পালন। আর ছিল সমবেত কণ্ঠে গান, নাচ ও আবৃত্তি।
আনন্দধ্বনির সভাপতি অরূপ সিনহা ও সম্পাদিকা জয়তী চক্রবর্তী বলেন, মানুষের পাশে থাকার ব্রত নিয়ে সারা বছর ধরেই নানা কর্মকাণ্ডের সঙ্গে তাঁরা নিজেদের নানা কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িয়ে রাখেন এই সংগঠনের সদস্যরা। নিজেরাই অর্থ সংগ্রহ করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন, আবার সামাজিক কাজকর্মেও অংশ নেন। সম্প্রতি সংগঠনের পক্ষ থেকে প্রচণ্ড গরমে কর্তব্যরত পুলিশ কর্মী ও দুঃস্থ সবজি বিক্রেতাদের হাতে পানীয় জল ও অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়।