হোমPlot1পিতাপুত্র একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাজগতে বিরল ঘটনা

পিতাপুত্র একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাজগতে বিরল ঘটনা

পিতাপুত্র একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাজগতে বিরল ঘটনা

ড. কল্যাণ চক্রবর্তী
পিতাপুত্র উভয়েই একই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমন ঘটনা শিক্ষাজগতে বিরল। যোগ্য শিক্ষাবিদ হিসাবেই পিতা স্যার আশুতোষ মুখার্জির প্রায় এগারো বছর বাদে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি।

আশুতোষ মুখার্জিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পাওয়া যায় ১৯০৬ থেকে ১৯১৪ পর্যন্ত এবং পরে ১৯২১ থেকে ১৯২৩ পর্যন্ত। এর মধ্যবর্তী পর্বে ডাক্তার নীলরতন সরকার (১৯১৯ – ১৯২১) ছাড়াও আরও দুইজন উপাচার্যের নাম পাওয়া যায়।

আশুতোষের পর পাঁচজন বিশিষ্ট ব্যক্তি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদ অলংকৃত করেছিলেন। তাঁরা হলেন — ভূপেন্দ্র নাথ বোস, উইলিয়াম এওয়ার্ট গ্রীভ্স্,  যদুনাথ সরকার, ডবলিউ. এস. উরকুহার্ট এবং হাসান সুরাবর্দী। সুরাবর্দীর পর উপাচার্য হলেন শ্যামাপ্রসাদ। শ্যামাপ্রসাদ ১৯৩৪ থেকে ১৯৩৮ পর্যন্ত উপাচার্য পদে ছিলেন।  শ্যামাপ্রসাদের মেয়াদ শেষে তিনি দায়িত্বভার বুঝিয়ে দেন পরবর্তী উপাচার্য আজিজুল হক-কে। হক সাহেব ১৯৩৮ থেকে ১৯৪২ সাল পর্যন্ত উপাচার্য ছিলেন। এরপর উপাচার্য হলেন ড. বিধানচন্দ্র রায় (১৯৪২ – ১৯৪৪) এবং তারপর রাধাবিনোদ পাল (১৯৪৪ – ১৯৪৬)।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img