হোমসাহিত্য-সংস্কৃতিবঙ্গীয় সাহিত্য পরিষদে বিরোধ মিটল, মামলা প্রত্যাহার

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিরোধ মিটল, মামলা প্রত্যাহার

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিরোধ মিটল, মামলা প্রত্যাহার

দুই পক্ষের সহমতের ভিত্তিতে অবশেষে এক বছর পর বঙ্গীয় সাহিত্য পরিষদে বিরোধ মিটল। তুলে নেওয়া হল মামলা।  গত বছর বঙ্গীয় সাহিত্য পরিষদের সাধারণ সভায় কর্মাধ্যক্ষ নির্বাচনকে ঘিরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে ওঠে। সেই সময় দুই প্রবীণ সাহিত্যিক ও বঙ্গীয় সাহিত্য পরিষদের ১০ বছরের সভাপতি ৮৬ বছর বয়সী অধ্যাপক বারিদবরণ ঘোষ এবং অধ্যাপক রতন কুমার নন্দীকে নিগ্রহ করার অভিযোগ উঠেছিল। এই নিগ্রহের সঙ্গে আলিয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সইফুল্লা বিশেষভাবে যুক্ত ছিলেন বলে অভিযোগ।

সইফুল্লা বিরুদ্ধে অভিযোগ, তিনি পরিষদের নব নির্বাচিত প্রবীণ সভাপতি বারিদ বরণ ঘোষ, প্রাক্তন সম্পাদক ও নৈহাটির বঙ্কিম ভবনের বর্তমান ডিরেক্টর রতন কুমার নন্দী, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও প্রাক্তন ডিন রমেন কুমার সর, পত্রিকা অধ্যক্ষ প্রদীপ কুমার চক্রবর্তী, পরিষদের দুই প্রবীণ কর্মী সঞ্জয় ঘোষ ও প্রদীপকুমার ঘোষের নামে থানায় মিথ্যা ডাইরি করেছেন। প্রভাব খাটিয়ে পুলিশকে দিয়ে ১০৭ ধারা প্রয়োগ করতে বাধ্য করা হয় বলে অভিযোগ। অন্যদিকে, সইফুল্লা সহ অন্যদের বিরুদ্ধে পাল্টা জেনারেল ডায়েরি করা হয়। দীর্ঘ এক বছর ধরে এই মামলা চলে।

এই বছর বঙ্গীয় সাহিত্য পরিষদের সাধারণ সভায় সইফুল্লা এবং তাঁর সহযোগীরা বঙ্গীয় সাহিত্য পরিষদের নির্বাচনে বিরাট ব্যবধানে পরাস্ত হন। তারপর থেকেই তাঁরা তুলে নিতে উদ্যোগী হন বলে জানা গেছে।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img