হোমরাজ্যসোমবার থেকে লোকাল ট্রেন সন্ধে ৭টা পর্যন্ত, বন্ধ স্কুল-কলেজ, জারি একগুচ্ছ বিধিনিষেধ

সোমবার থেকে লোকাল ট্রেন সন্ধে ৭টা পর্যন্ত, বন্ধ স্কুল-কলেজ, জারি একগুচ্ছ বিধিনিষেধ

সোমবার থেকে লোকাল ট্রেন সন্ধে ৭টা পর্যন্ত, বন্ধ স্কুল-কলেজ, জারি একগুচ্ছ বিধিনিষেধ

করোনা সংক্রমণ রুখতে ফের আংশিক লকডাউনের পথে হাঁটল রাজ্য সরকার। রবিবার একগুচ্ছ বিধিনিষেধ জারির কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সরকারি নির্দেশ অনুযায়ী, সোমবার থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যাচ্ছে। লোকাল ট্রেন চলবে সন্ধে ৭টা পর্যন্ত। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত সমস্ত বিধিনিষেধ বলবৎ থাকবে।

কী কী বিধিনিষেধ জারি করা হল, আসুন দেখে নিই একনজরে:
১. সোমবার থেকে সব স্কুল-কলেজ বন্ধ
২. ৫০% যাত্রী নিয়ে সন্ধে ৭টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন। সন্ধে ৭টার পর সমস্ত লোকাল ট্রেন বন্ধ। তবে দূরপাল্লার ট্রেন চলবে।
৩. ৫০% যাত্রী নিয়ে চলবে মেট্রোরেল। তবে মেট্রোয় টোকেন চলবে না। যাতায়াত করতে হবে স্মার্ট কার্ডে।
৪. সোমবার থেকে ব্রিটেন থেকে আসা বিমানে নিষেধাজ্ঞা।
৫. মুম্বই ও দিল্লিগামী বিমান শুধু সোম ও শুক্রবার চলবে।
৬. বিদেশ থেকে আসা যাত্রীদের র‍্যাপিড আ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক।
৭. বেসরকারি অফিসে ৫০% হাজিরা।
৮. পুরসভা-সহ সমস্ত সরকারি দফতরে ৫০% হাজিরা।
৯. বন্ধ সুইমিং পুল, জিম, বিউটি পার্লার, স্পা।
১০. সিনেমা হল ও থিয়েটার হলে ৫০% দর্শক।
রাত ১০টার পর বন্ধ সিনেমা হল।
১১. চিড়িয়াখানা, বিনোদন পার্ক সহ সমস্ত পর্যটন কেন্দ্র বন্ধ।
১২. কোভিড বিধি মেনে হোম ডেলিভারিতে ছাড়।
১৩. কোভিড বিধি মেনে বিয়েতে সর্বোচ্চ ৫০ জন আমন্ত্রিত, শ্রাদ্ধ অনুষ্ঠানে সর্বোচ্চ ২০ জনের উপস্থিতিতে ছাড়।

spot_img
spot_img

সবাই যা পড়ছেন

spot_img